আপনি ভাবতে পারেন পারফিউম বা সুগন্ধিতে কী আছে তা খুঁজে বের করা লেবেল পড়ার মতোই সহজ। কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া প্রায় প্রতিটি পারফিউমে রাসায়নিকে ঠাসা থাকে। যেটা পণ্যের গায়ে আলাদাভাবে লেখা থাকে না।

তখন এই রাসায়নিকগুলো কেবল ‘সুগন্ধি’ শব্দের মধ্যে থেকে যায়। যেহেতু সুগন্ধির ভেতর থাকা অনেক উপাদান আপনি জানেন না, তাই সুগন্ধি আপনার শরীরে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে কি না তা বোঝাও মুশকিল।

কিন্তু সাময়িকভাবে সুগন্ধির সংস্পর্শে অ্যালার্জি এবং সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের ক্ষতির কারণ হতে পারে। এখন চলুন জেনে নিই অসুবিধা যদি হয়েই যায় কী কী লক্ষণ হতে পারে।

সুগন্ধি বিষক্রিয়ার মারাত্মক লক্

⚈ তাপমাত্রা বা শরীরে জ্বর
⚈ফোড়ার মতো ওঠা
⚈ তন্দ্রা বা শক্তি কমে আসা
⚈বিভ্রান্তি
⚈মাথা ঘোরা
⚈উচ্চ হৃৎস্পন্দন।
এ লক্ষণগুলো থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

ত্বকে কোনো সমস্যা হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে
⚈ র্যাশ
⚈চুলকানি
⚈জ্বলাভাব বা লাল হয়ে যাওয়া
⚈ত্বকে সংবেদনশীলতা

মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কে সঠিক বুজ দান করেন একজন মুসলিম হিসেবে আমাদের কি ব্যবহার করা উচিত আর কি করা উচিত না।

Leave a Comment

Your email address will not be published.

0
X